ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম ২৩৩ রুপি 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৬ জুন ২০২২   আপডেট: ২২:৫৬, ১৬ জুন ২০২২
পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম ২৩৩ রুপি 

পেট্রোলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে পাকিস্তানে। বুধবার দেশটির সরকার এই জ্বালানির দাম বাড়িয়ে এক ধাক্কায় ২৩৩ রুপিতে নিয়ে ঠেকিয়েছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, জ্বালানি তেলে আর তাদের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নেই। ফলে এক ধাক্কায় অনেকখানি দাম বেড়ে বৃহস্পতিবার থেকে পাকিস্তানে পেট্রল বিক্রি হচ্ছে লিটারে ২৩৩ দশমিক ৮৯ রুপি দরে। ডিজেল প্রতি লিটার ২৬৩ রুপি ৩১ পয়সা আর কেরোসিন তেল ২১১ রুপি ৪৩ পয়সায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন:

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এবং পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দাক মালিক এই দাম বৃদ্ধির ঘোষণা করে জানান, প্রাক্তন সরকার অর্থাৎ ইমরান খানের সরকার অযথা ভর্তুকির ভার সরকারের কাঁধে নিয়ে জ্বালানি তেলের দাম কমিয়েছিল। কিন্তু বর্তমান সরকার আর সেই ভার বইতে পারছে না।

পাক অর্থমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান দীর্ঘ দিন ধরে লিটার প্রতি পেট্রলে ২৪ রুপি ০৩ পয়সা, ডিজেলে ৫৯ রুপি ১৬ পয়সা, কেরোসিনে ৩৯ রুপি ৪৯ পয়সা এবং লাইট ডিজেল অয়েলে ৩৯ রুপি ১৬ পয়সা ক্ষতি স্বীকার করেছে। মে মাসে এই ক্ষতির পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার কোটি রুপি। সরকার চালাতে এর তিন ভাগের এক ভাগ খরচ হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়