ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভিক্ষার থালা নিয়ে ধনী দেশগুলোর কাছে যেতে চায় না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৬ অক্টোবর ২০২২  
ভিক্ষার থালা নিয়ে ধনী দেশগুলোর কাছে যেতে চায় না পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, প্রলয়ঙ্কারী বন্যার পর তার দেশকে ‘ভিক্ষার থালা’ নিয়ে দূষণকারী ধনী দেশগুলির কাছে যেতে বাধ্য করা উচিত নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘জলবায়ু ন্যায়বিচার’ চাইবেন।

লাহোরে নিজের বাড়িতে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ জানিয়েছেন, পাকিস্তান স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির একটি অভূতপূর্ব সঙ্কটের মুখোমুখি হচ্ছে।

গত আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে এক হাজার ৬০০ জন মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক কোটি মানুষ। দেশটিতে এই বন্যায় তিন হাজার কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য এই নজিরবিহীন বন্যার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে পাকিস্তানের অংশ মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। 

এদিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রধামন্ত্রী বলেছেন, এর দায় ‘উন্নত দেশগুলোর যারা এই নিঃসরণের জন্য দায়ী, তাদেরকেই আমাদের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আমি আমার জীবনে এমন ধ্বংস, জলাবদ্ধতা ও দুর্ভোগ দেখিনি। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তারা নিজের দেশের মধ্যে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে।’

শরিফ জানান, আন্তর্জাতিক সম্প্রদায় শত শত কোটি ডলারের ফান্ড ও অনুদানের প্রতিশ্রুতি দিলেও এগুলো পর্যাপ্ত নয়। 

তিনি বলেন, ‘এই জলবায়ু বিপর্যয়ের বিশালতা আমাদের আর্থিক সামর্থ্যের বাইরে। আমাদের চাহিদা এবং প্রাপ্তির মধ্যে ব্যবধান অনেক বেশি এবং এটি দিন দিন বাড়ছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়