ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:৪৪, ৫ ডিসেম্বর ২০২২
মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর পরপরই পূর্ব জাভায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার ৮ কিলোমিটার নো-গো জোন ঘোষণা করতে এবং পুরো গ্রামগুলোকে খালি করার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

গত শনিবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে পূর্ব জাভা প্রদেশের মাউন্ট সেমেরু থেকে অগ্নুৎপাত শুরু হয়।

বসারনাসের মুখপাত্র থলিব ভাতেলেহান জানান, প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীদের ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর কাছাকাছি মোতায়েন রাখা হয়েছে। 

গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 স্থানীয় এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, বেশির ভাগ রাস্তা  সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে ছাই বৃষ্টি হচ্ছে। এর তীব্রতা এতোটাই বেশি যার কারণে পাহাড় আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে। 

ইন্দোনেশিয়া মাউন্ট সেমেরু ‌দ্য গ্রেট মাউন্টেন' নামেও পরিচিত। এটি জাভার সবচেয়ে লম্বা ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। গত বছর এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছিল। এতে সেসময়  ৫০ জন মানুষের প্রাণহানী হয়। ওই ঘটনায় উদ্বাস্তু হন কয়েক হাজার মানুষ। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়