ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প

তুরস্কে আবারো আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। ৭.৫ মাত্রার ভূমিকম্পটি সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে দেশটির কাহরামানমারাস শহরের কাছে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এতথ্যা জানিয়েছে।

আরো পড়ুন:

এদিকে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৭.৬।  কাহরামানমারাসের আকিনোজু শহরের চার কিলোমিটার (২.৫ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, এটি কোনো ‘আফটারশক নয়।’ যেটি আঘাত হেনেছে এটি সম্পূর্ণ আলাদা একটি ভূমিকম্প। 

কাহরামানমারাস শহর ও এর আশপাশের এলাকায় আজ ভোরে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

এর আগে সোমবার ভোর ৪টার দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ১৩৭৯ জনের মৃত্যু হয়েছে।  আল-জাজিরা, বিবিসি।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়