ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৯ আগস্ট ২০২৩  
মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়া থেকে লিবিয়া সীমান্তের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সম্প্রতি ২৭ অভিবাসী মারা গেছে। লিবিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, লিবিয়ার সীমান্তরক্ষীরা ‘উত্তর সীমান্তের দক্ষিণে একটি বিস্তীর্ণ অঞ্চলে (মরুভূমিতে) মৃতদেহগুলি খুঁজে পেয়েছে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে অত্যন্ত গরম আবহাওয়া।’ 

আরো পড়ুন:

অভিবাসীরা জানিয়েছেন, পানি, খাবার বা আশ্রয় ছাড়াই কয়েকদিন ধরে হাঁটতে বাধ্য হয়েছেন তারা।

তিউনিসিয়া শরণার্থী ও অভিবাসীদের তীব্র গরমের মধ্যে শহর বা গ্রাম থেকে দূরে একটি বৈশিষ্ট্যহীন প্রান্তরে বহিষ্কার করেছে বলে অভিযোগ করেছে 
লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং অধিকার গোষ্ঠীগুলো।

জুলাইয়ে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সে সহিংসতায় এক তিউনিসীয় নিহত হয়। এই ঘটনার কয়েক দিন পরে আফ্রিকান অভিবাসী এবং শরণার্থীদের বহিষ্কার শুরু হয়।

লিবিয়ার সীমান্তরক্ষীরা জানিয়েছে, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ লিবিয়ায় প্রবেশ করছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়