ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার রাস্তায় খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে ফিলিস্তিনিদের লাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
গাজার রাস্তায় খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে ফিলিস্তিনিদের লাশ

গাজার দেইর এল-বালাহ এলাকায় দেড় শতাধিক বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার রাত নামার সাথে সাথে তারা ব্যাপক ইসরায়েলি বিমান হামলার শিকার হন। এদের অধিকাংশই হামলায় নিহত হয়েছেন। হামলার ভয়াবহতা এতোটাই তীব্র ছিল যে, নিহতদের দেহ খন্ড-বিখন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভবনটির চারপাশের রাস্তায়।

স্থানীয় এক নারী আল-জাজিরাকে বলেন, ‘আপনি নিজের জন্য লাশ দেখতে পারেন। নিহতরা সবাই নারী ও শিশু। আমাদের যাওয়ার জন্য কোনো শান্তিপূর্ণ জায়গা নেই। আমরা সবাই বাস্তুচ্যুত হয়েছি, আমরা সবাই আমাদের বাড়ি হারিয়েছি। আপনি আমাদের কোথায় নিয়ে যেতে চান? পুরো বিশ্ব আমাদের দেখছে। আমাদের প্রতি দয়া করুন।’

আরো পড়ুন:

বেঁচে যাওয়া এক পুরুষ বলেন, ‘আমরা বোমা বিস্ফোরণের শব্দ শুনে নিচে ছুটে যাই। আমরা পুরো ভবন ধসে পড়তে দেখেছি। আমরা নারী ও শিশুদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করেছি। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, এরা সবাই সাত, আট এবং ১২ বছরের শিশু ও নারী ছিল। তারা কি এমন করে মরার যোগ্য?’

এদিকে, শনিবার রাফাহর একটি ব্যস্ত সড়ক ও একটি দোতলা আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। বাকী দুজনের দেহ চেনার কোনো উপায় নেই।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়