ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এটি আমার শেষ নির্বাচন: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৯ মার্চ ২০২৪   আপডেট: ১৯:০২, ৯ মার্চ ২০২৪
এটি আমার শেষ নির্বাচন: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোগান বলেছেন, ৩১ মার্চ নির্ধারিত স্থানীয় নির্বাচন হবে তার শেষ ভোট। শুক্রবার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

আধুনিক তুরস্কের সবচেয়ে সফল রাজনীতিবিদ এরদোগান দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্কের নেতৃত্ব দিয়েছেন। ২০০২ সাল থেকে এক ডজনেরও বেশি নির্বাচনে বিজয়ী এরদোগান ২০২৩ সালের মে মাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পাঁচ বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হন।

আরো পড়ুন:

এরদোগান বলেছেন, ‘এটি আমার জন্য চূড়ান্ত, আইনের দেওয়া ম্যান্ডেটের অধীনে এটি আমার শেষ নির্বাচন। যে ফলাফল আসবে তা হবে, যারা আমার পরে আসবে আমার সেই ভাইবোনদের কাছে উত্তরাধিকার হস্তান্তর।’

তিনি আরও বলেন, ‘আমি একটানা কাজ করছি। আমরা শ্বাসরুদ্ধকরভাবে চারপাশে দৌড়াচ্ছি কারণ আমার জন্য এটি চূড়ান্ত। আইন আমাকে যে সুযোগ দিয়েছে, সেই হিসাবে এটি আমার শেষ নির্বাচন।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়