ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরালায় ভূমিধসে নিহত ৪৩, আটকা কয়েকশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৭, ৩০ জুলাই ২০২৪
কেরালায় ভূমিধসে নিহত ৪৩, আটকা কয়েকশ

ভারতের কেরালায় ভূমিধসে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় অনেকেই আটকে পড়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় কয়েকবার ভূমিধস হয়। এতে মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

হড়কা বানে একটি সেতু ধসে যাওয়ায় মুন্ডাকাল ও আটামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড জেলা। ওয়েনাডের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দু’টি ইউনিটও কাজ করছে।

বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সাহায্য করছে। 

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘উদ্ধার অভিযানে নেতৃত্ব দিতে রাজ্যের মন্ত্রীরা পাহাড়ি জেলাটিতে যাচ্ছেন এবং এই অভিযানে সমন্বয় নিশ্চিত করা হবে’

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদি খুবই ‘মর্মাহত’ হয়েছেন। তিনি ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতে, আজও দিনভর কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহসেন শাহেদি জানিয়েছেন, এ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়