ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সিরিজ ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১১ আগস্ট ২০২৪  
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সিরিজ ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে বিস্ফোরক-বোঝাই সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।

আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, গত শুক্রবার লেবাননের সিডন শহরে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজ হত্যাকাণ্ডের জেরে গতকাল শনিবার হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়। 

সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার সিডন শহরে ‘ইসরায়েলি শত্রুদের দ্বারা পরিচালিত হামলা ও হত্যার প্রতিক্রিয়ায়’ উত্তর ইসরায়েলে সাফেদের গ্যালিলি শহরের কাছে মিচভে অ্যালোন ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই সিরিজ ড্রোন হামলা চালিয়েছে।

এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে ইসরায়েলি বাহিনী। 

হিজবুল্লাহ বলছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। 

হামলা চালাতে ঠিক কতোগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি সংগঠনটি। 

তবে বরাবরের মতো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু সরকার। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়