ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

চলতি বছর দ্বিতীয়বারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
চলতি বছর দ্বিতীয়বারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান

ইরান চলতি বছর দ্বিতীয়বারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। দেশটির বিপ্লবী বাহিনীর তৈরি করা রকেট দিয়ে কক্ষপথে এই গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ পাঠানো হয়েছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ইরান এমন সময় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করলো যখন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে, তেহরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থানান্তর করেছে। অবশ্য ইরান তা অস্বীকার করেছে।

চামরান ওয়ান নামের স্যাটেলাইটি কায়েম-১০০ স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে মহাকাশে পাঠানো হয়েছে। এটি পৃথিবী থেকে ৫৫০ কিলোমিটার দূরে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং এর প্রথম সংকেত পাওয়া গেছে।

আরো পড়ুন:

ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, ৬০ কেজি ওজনের স্যাটেলাইটটির প্রাথমিক মিশন হবে ‘উচ্চতা এবং পর্যায়ে কক্ষপথে ঘূর্ণন প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফ্টওয়্যার সিস্টেম পরীক্ষা করা।’

জানুয়ারিতে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছিল, সোরাইয়া নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এটি পৃথিবী থেকে ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো হয়েছে, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়