ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৭, ১১ নভেম্বর ২০২৪
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। উপত্যকাটির কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর জানায়, শনিবার কিশতওয়ারের যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।

সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ ও হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা ও কেশওয়ানের জঙ্গলে তল্লাশী অভিযান শুরু হয়।

এর আগে কাশ্মীরে সোনমার্গে সেনাবাহিনীর বহরে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বহরের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ৪ সেনাসদস্য। আহত হয় অন্তত ৩ সেনা।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়