ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা দখলের ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে ট্রাম্প জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৭ জানুয়ারি ২০২৫  
বাবা দখলের ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে ট্রাম্প জুনিয়র

বাবা ডোনাল্ড ট্রাম্প স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার  ইচ্ছা পুনরাবৃত্তি করার পরে গ্রিনল্যান্ড সফরে গিয়েছেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার তিনি গ্রিনল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি।

গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে যাওয়ার আগে ট্রাম্প জুনিয়র জানিয়েছিলেন, তিনি একজন পর্যটক হিসাবে ‘ব্যক্তিগতভাবে দিনব্যাপী ভ্রমণে’ জনগণের সাথে কথা বলতে যাচ্ছেন। এই সফরে তার সরকারি কর্মকর্তাদের সাথে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ‘গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ অতি প্রয়োজনীয়।’

প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প আর্কটিক দ্বীপ কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। উভয় ক্ষেত্রেই গ্রিনল্যান্ডের নেতারা তাকে প্রত্যাখ্যান করেছেন।

দ্বীপের প্রধানমন্ত্রী মুট এগেডে ডিসেম্বরে বলেছিলেন, “আমরা বিক্রয়ের জন্য নই এবং আমরা বিক্রি করব না। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের মানুষের।”

৫৭ হাজার মানুষের আবাসভূমি গ্রিনল্যান্ডের বিস্তৃত স্বায়ত্তশাসন রয়েছে। তবে এর অর্থনীতি মূলত কোপেনহেগেনের ভর্তুকির উপর নির্ভরশীল এবং এটি ডেনমার্ক রাজ্যের অংশ।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, “আমরা গ্রিনল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পরিকল্পিত সফর লক্ষ্য করেছি। যেহেতু এটি আনুষ্ঠানিক আমেরিকান সফর নয়, তাই আর কোনো মন্তব্য নয়।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়