ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:২৪, ২৫ এপ্রিল ২০২৫
ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

ইসরায়েলে ভয়াবহ দাবানলে প্রায় আড়াই হাজার একরের বন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর থেকে ইসরায়েলের ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ২ হাজার ৪৭০ একরের বন পুড়ে গেছে।

আরো পড়ুন:

এর আগে, গত বুধবার ইসরায়েলের মোশাভ তারুমের কাছে আগুনের সূত্রপাত হয়। বিমানের সহায়তায় আগুন নেভানোর সময় প্রবল বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঢাকা/নাসিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়