আলো নিভিয়ে দিল্লিসহ ভারতের শহরে শহরে নিরাপত্তা মহড়া
ভারতের বিহারের রাজধানী পাটনা বুধবার রাতে আলো নিভিয়ে পুরো অন্ধকারে বেসামরিক নিরাপত্তা মহড়া চালানো হয়।
ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার ভারতজুড়ে ব্যাপকভাবে বেসামরিক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। যার অংশ হিসেবে রাজধানী নয়াদিল্লিসহ বেশ কিছু শহরে আলো নিভিয়ে মহড়া পরিচালনা করা হয়েছে।
এই চলমান মহড়াগুলোর মূল উদ্দেশ্য হলো জরুরি পরিস্থিতিতে ভারতের প্রস্তুতি মূল্যায়ন করা। দিল্লির কনট প্লেস, ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির, মুম্বাইয়ের কিছু এলাকা, বিহারের পাটনা ও গুজরাটের সুরাট– এসব স্থানে স্বল্প সময়ের জন্য আলো নিভিয়ে অন্ধকারে মহড়া চালানো হয়েছে।
এই মহড়ার নির্দেশ আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ‘নতুন ও জটিল হুমকির’ মোকাবিলায় নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য এ ধরনের মহড়া চালাতে বলা হয়েছে। দেশজুড়ে এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অভ্যাস’।
এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল ব্ল্যাকআউট (অন্ধকারে সক্রিয় থাকা), বিমান হামলার সাইরেন, লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির জন্য জনসাধারণের প্রশিক্ষণ।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই অনুশীলন পাকিস্তানে ভারতের সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর পর চালানো হয়, যেখানে পাকিস্তানের ভেতরে ৯টি প্রধান সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে মোদি সরকার।
ভারতকে জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সামরিক বাহিনী
ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। উপযুক্ত সময়ে নিজস্ব পদ্ধতিতে ভারতকে উত্তর দেবে তারা।
ডন লিখেছে, বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) মহাপরিচালক ও সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) মহাপরিচালক ও সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
তিনি বলেছেন, “জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের আগ্রাসনের জবাব দেওয়ার জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ‘নিজস্ব সময় ও পদ্ধতিতে’ প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দিয়েছে।”
এনএসসির বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১-এর আলোকে পাকিস্তান নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের জীবনহানির এবং এর সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘনের প্রতিশোধ নিতে আত্মরক্ষার্থে নিজস্ব সময়, স্থান এবং পদ্ধতিতে জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।”
ভারতকে পরিণাম ভোগ করতে হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে।’ বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
পাকপ্রধানমন্ত্রী বলেছেন, “হয়তো তারা ভাবছে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে, আমরা সাহসী জাতি।”
তিনি বলেছেন, “ভারতের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনীর ‘মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহ ইচ্ছায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপ।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, “পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে, তারা তা থেকে দ্রুত সেরে উঠতে পারবে না।”
তিনি বলেছেন, “ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে... আমরা মাত্র সাত বছর বয়সি নিহত শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।”
কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ম্যাচে বোমার হুমকি
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন হুমকি এসেছে ই-মেইল বার্তায়। তাতে বলা হয়েছে, ইডেনে গার্ডেন স্টেডিয়ামে বোমা রাখা আছে।
পশ্চিমবঙ্গ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-সিএবি এর ই-মেইলে এই হুমকির বার্তা আসে; আর সঙ্গে সঙ্গেই পুরো ইডেন গার্ডেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিন ইডেনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে রয়েছে কেকেআর। হুমকির ই-মেইল আসার পর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। পুলিশ এবং সিএবি সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে চলছে আইপিএলের কেকেআর ও সিএসকের ম্যাচ। তার মধ্যেই ইমেইলে হুমকি আসে, স্টেডিয়ামে বোমা রাখা আছে।
অবশ্য কে বা কারা এই ইমেইল পাঠিয়েছে, তা শনাক্ত করতে পারেনি সিএবি। তবে যুদ্ধের আবহে এমন হুমকি আইপিএল ম্যাচে দর্শক খরার কারণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শাহবাজ
ভারতের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির স্থানীয় সময় আজ রাত ৯টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বলে খবর দিয়েছে ডন।
এর আগে জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি সব রাজনৈতিক নেতাদের আহ্বান জানান, একত্রে বসে পাকিস্তানকে একটি ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তুলতে।
পার্লামেন্টের ভাষণে তিনি আরো বলেন, ভারতের হামলার দাঁতভাঙ্গা জবাব দেবে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে
ভারতের রাতারাতি চালানো হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত সীমান্ত হিসেবে বিবেচিত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে বসবাসকারী বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
এমন কিছু দিয়ে বিবিসি লিখেছে, এভাবেই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে পরিবারগুলো বিশেষ কায়দায় বানানো গাড়ি ও ঘোড়ার গাড়িতে করে তাদের জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে পরিবারগুলো নিরাপদ জায়গার খোঁজে সরে যাচ্ছে। বুধবারের ছবি
পাকিস্তানে ভারতের হামলার পর এলওসি ঘিরে ব্যাপক গোলাগুলি করছে দুই দেশ। সেখান থেকে হতাহতের খবর আসছে। তবে ‘কেউ কারে নাহি ছাড়ে’ অবস্থা সেখানে। সেখানকার প্রতিটি মুহূর্তে পরিবারগুলো আতঙ্কে কাটাচ্ছে। ভারত দাবি করেছে, পাকিস্তানের গোলার আঘাতে সেখানে ১৫ জন বেসামরিক মানুষ নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।
পাকিস্তানে হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্ক।
এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন।
“আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি,” বলা হয়েছে বিবৃতিতে।
“আমরা আশা করি, উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।”
বিবৃতিতে আরো বলা হয়, পহেলগামের ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে, তুরস্ক সেটি সমর্থন করে।
তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তায়েপ এরেদোয়ান।
সীমান্তের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর বৈঠক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, প্রধান সচিব এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
বিবিসি লিখেছে, বুধবারের এই বৈঠকে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত লাদাখ ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা অংশ নেন।
বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ভারতের পাকিস্তানে একাধিক স্থানে বিমান হামলার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধের উত্তেজনা অনেক বেড়ে গেছে।
ভারতকে সমুচিত দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী: শাহবাজ শরিফ
ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠার বিষয়ে সরকারে অবস্থান ব্যাখ্যা করে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবিসি লিখেছে, বুধবার (৭ মে) পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “ভারত রাতের অন্ধকার এবং নীরবতা ব্যবহার করে পাকিস্তানের ওপর একটি ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। তবে আমাদের সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে।”
বুধবার পার্লামেন্টে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভারত ও পাকিস্তানে ৫৫০ ফ্লাইট বাতিল
রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর-এর তথ্য অনুযায়ী, বিমান হামলার পর পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে ৩ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।
ট্র্যাকারের তথ্যমতে, পাকিস্তানে ১৩৫টি এবং ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলে দুই দেশে ৫৫২টি ফ্লাইট বাতিল হয়েছে। খবর বিবিসির।
ভারতের হামলার পর পাকিস্তানের জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবারের ছবি
পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণের ফলে মঙ্গলবার রাত থেকে বুধবার (৭ মে) বিকাল পর্যন্ত বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৩ জন।
তারা জানিয়েছে, পাকিস্তান থেকে ছোড়া গোলা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এবং টাংগধার এলাকায় বেসামরিক ঘরবাড়িতে আঘাত হেনেছে।
পাকিস্তানের ছোড়া গোলা এসে পড়ছে আবাসিক এলাকায়। এমন ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
আমরা কেউ যুদ্ধ চাই না, তবে পাকিস্তানকে আগে বন্দুক নামাতে হবে: ওমর আব্দুল্লাহ
পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, “এই অঞ্চলের কেউই দুই দেশের মধ্যে যুদ্ধ চায় না, তবে ‘বন্দুক নামানোর’ দায়িত্ব ইসলামাবাদের।”
আবদুল্লাহের মতে, ভারত সরকার গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে জঙ্গি হামলার পিছনে যারা ছিল তাদের ‘যথাযথ জবাব’ দেওয়ার জন্য ‘সঠিক পদ্ধতি’ বেছে নিয়েছে।
ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সীমান্তে গোলাবর্ষণ প্রসঙ্গে বার্তা সংস্থা এনএনআইকে আবদুল্লাহ আরো বলেন, “ভারত কেবল পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে, সামরিক এলাকা বা বেসামরিক নাগরিকদের নয়। কিন্তু পাকিস্তান জম্মু-কাশ্মীরের কিছু এলাকায় বোমা হামলা করেছে এবং এতে আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে।”
মুখ্যমন্ত্রী এই অঞ্চলের জনগণকে আশ্বস্ত করে বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।”
তিনি বলেন, “তাদের (বাসিন্দাদের) এখান থেকে পালাতে হবে না। এই অঞ্চলে সংকট মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে।”
মোদির বিদেশ সফর স্থগিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন। ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিএনএন বলছে, সফর পিছিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে নয়াদিল্লির হামলা চালানোর কয়েক ঘণ্টাই পরেই এই ঘোষণা এসেছে।
ভারতের প্রতিবেশী দেশটির উপর সামরিক পদক্ষেপ সম্পর্কে মোদি প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি।
ভারতের হামলায় পরিবারের ১০ সদস্য হারিয়েছি: মাসুদ আজহার
ভারতের বিমান হামলায় পরিবারের ১০ সদস্য হারিয়েছেন বলে জানিয়েছেন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় স্থান পাওয়া মাসুদ আজহার বিবিসিকে জানান, পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবহানআল্লাহ মসজিদে ভারতের হামলায় তার পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন।
বুধবার জেইএম থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাসুদ আজহারে বড় বোন ও তার স্বামী, তার ভাগ্নে ও তার স্ত্রী, এক ভাগ্নি এবং তার পরিবারের পাঁচ সন্তান রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলায় আজহারের তিন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা নিহত হয়েছেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জইশ-ই-মোহাম্মদ ভারত-শাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় যাতে ৪০ জন সেনা নিহত হন।
বিমান হামলার ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের
ভারতের বিমান হামলার প্রতিবাদে দেশটির চার্জ ডি’ অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করেছে পাকিস্তান। খবর বিবিসির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের একাধিক স্থানে বিনা উস্কানিতে ভারতীয় হামলার বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।”
এতে আরো বলা হয়েছে, “ভারতের এই পদক্ষেপ ‘পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।”
ভারতীয় বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে: পাকিস্তান
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বিমান হামলা ও গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন।
পাকিস্তান এর আগে নিহতের সংখ্যা আট বলে জানিয়েছিল। খবর বিবিসির।
এদিকে ভারতীয় সেনাবাহিনী এক ব্রিফিংয়ে দাবি করেছে, তাদের কাছে ‘পাকিস্তানে বেসামরিক হতাহতের কোনো খবর নেই’।
ভারত সন্ত্রাসবাদকে নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: অমিত শাহ
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ভারতের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।
ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের যে সামরিক অভিযান চালিয়েছে, তার নাম দিয়েছে “সিঁদুর’।
এ বিষয়ে তিনি লিখেছেন, “পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যাকাণ্ডের” প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিঁদুর।”
তিনি বলেন, “ভারত এবং এর জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে মোদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
অমিত শাহ আরো লেখেন, “ভারত সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারতের অভিযান ‘দুঃখজনক’: চীন
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি উভয় দেশকে ‘শান্ত’ থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরো জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পুরো বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
‘অপারশেন সিঁদুর’ এর একটি পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানে হামলার সমর্থনে ভারতের বিরোধী নেতারা
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী নেতা।
প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি।”
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এ ঘটনার পর থেকেই তার দল সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের পাশে আছে বলে জানিছেন মল্লিকার্জুন।
পাকিস্তানিদের ‘ব্যর্থ জাতি’ বলে অভিহিত করে অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান এবং ভারতের হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়াইসি এ হামালকে সমর্থন জানিয়েছেন।
ভারতের হামলা: কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক
আশঙ্কাকে সত্যি করে দিয়ে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিদুঁর’ নামের এই সামরিক অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত।
গভীর রাতে ভারতের এই হামলাকে কাপুরুষের কাজ হিসেবে বর্ণনা করে এর কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের তথ্যমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন।
মঙ্গলবার গভীর রাতে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। দিল্লি বলেছে, যে পহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ভারতের হামলায় পাকিস্তানে শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
পাকিস্তান বলেছে, তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এর জবাব দেবে।
ঢাকা/ফিরোজ/ইভা/রাসেল
- ৬ মাস আগে রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেবে সেনাবাহিনী: পাকিস্তান
- ৬ মাস আগে ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
- ৬ মাস আগে ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক
- ৬ মাস আগে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ৪ শিশুসহ ১১ ভারতীয় নিহত
- ৬ মাস আগে ঠান্ডা মাথায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা মমতার
- ৬ মাস আগে পাকিস্তানের যেসব দাবির জবাব এখনো দেয়নি ভারত
- ৬ মাস আগে দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশাকে বাড়িয়ে দিতে পারে
- ৬ মাস আগে যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান
- ৬ মাস আগে ভারতের ভয়াবহ হামলার বর্ণনা দিলেন পাকিস্তান-শাসিত কাশ্মীরের বাসিন্দারা
- ৬ মাস আগে পাকিস্তানে শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে: বিক্রম মিশ্র
- ৭ মাস আগে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত-শাসিত কাশ্মীর
- ৭ মাস আগে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৩৫
- ৭ মাস আগে ‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
- ৭ মাস আগে ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ৭ মাস আগে পাকিস্তানের যেসব স্থানে হামলা চালিয়েছে ভারত