ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে: বিক্রম মিশ্র

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৭ মে ২০২৫   আপডেট: ১৩:৪৮, ৭ মে ২০২৫
পাকিস্তানে শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে: বিক্রম মিশ্র

মঙ্গলবার ভোর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করলেন ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্র। 

আজ বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনের শুরুতে একটি ভিডিও দেখানো হয়, যেখানে ২০০১ সালে ভারতের পার্লামেন্টে আক্রমণ থেকে শুরু করে ২০০২ সালে অক্ষরধাম মন্দির হামলা, ২০০৮ মুম্বাই হামলা, ২০১৬ উরি হামলা, ২০১৯ পুলবামা হামলা ও সম্প্রতি ২০২৫ সালে পেহেলগাও হামলায় তথ্য তুলে ধরা হয়। এসব হামলায় এখনো পর্যন্ত সবমিলিয়ে ৩৫০ এর উপর বেশি ভারতীয় মারা গেছেন বলে দাবি করা হয়। 

পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্র জানান, আগামী দিনেও সন্ত্রাসবাদীরা ভারতে এরকম হামলা চালাবেন বলে তথ্য রয়েছে। তাই এই সন্ত্রাসবাদীদের একেবারে নিশ্চিহ্ন করতে ‘অপারেশন সিঁদুর’ এর পরিকল্পনা করা হয়।’

সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্র আরো জানান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্টভাবে যেসব জঙ্গি ঘাঁটিগুলো ছিল তার ওপর বিশেষ নজরদারি চালানো হয় ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে। তাদের দেওয়া তথ্য অনুসারে, ৯টি জঙ্গি ঘাঁটিতে ৭ তারিখ রাত ০১:০৫ থেকে ০১:৩০ পর্যন্ত ২৫ মিনিট বিমান হামলা চালানো হয়। যে সব জায়গায় হামলা চালানো হয়েছে তা নির্দিষ্টভাবে লস্কার-ই-তৈয়বা, জয়েস-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদীদের আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই চিহ্নিত ছিল। ভারতীয় সেনা অত্যন্ত দায়িত্বের সঙ্গে এবং নিখুঁতভাবে নির্দিষ্টভাবে শুধুমাত্র সেই সমস্ত স্থানেই হামলা চালিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, এই বিমান হামলার ফলে পাকিস্তানের কোনো সামরিক ক্ষেত্র অথবা সেনা ছাউনি অথবা সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়নি।

ঢাকা/ফিরোজ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়