ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সংক্ষেপে মন্তব্য করেছেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি উভয় পক্ষকে খুব ভালোভাবে চিনি। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থেমে যাক।”
ট্রাম্প আরও বলেন, “আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি অবশ্যই পাশে থাকব।”
এর আগে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবর শোনামাত্রই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, ‘এটা দুঃখজনক। আমি চাই, এটি বন্ধ হোক।”
পাকিস্তানে হামলার পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। তখন তিনি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত-পাকিস্তান পরিস্থিতির ওপর তারা নজর রাখছে। সেই সঙ্গে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় দেশটি।
৭ মে রাতে পাকিস্তানের ৯টি স্থানের কয়েকটি জঙ্গি আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপরাশেন সিঁদুর’। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়া ২৬ জন ব্যক্তির স্ত্রীরা বিধবা হওয়ায় ধর্মমতে তারা আর মাথায় সিঁদুর পরতে পারবেন না। এই নারীদের সম্মানে অভিযানের নাম দেওয়া হয়েছে অপরাশেন সিঁদুর।
হামলা নিয়ে দুই দেশের উত্তপ্ত বাক্য চালাচালির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে তার দেশের সেনাবারা। ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এই ঘটনাকে জবাব হিসেবে ব্যাখ্যা করে সময়মতো প্রতিশোধ নিতে সামরিক বাহিনীকে অনুমতি দিয়েছেন তিনি।
এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক করে সামরিক বাহিনীকে তাদের ‘নিজস্ব সময় ও পন্থায়’ ভারতকে জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ভারত সরকার বলেছে, পাকিস্তান যদি কোনো ধরনের পাল্টা হামলা চালায় তাহলে আরো কঠিন হামলা চালানো হবে।
যুদ্ধের ডামাডোলে দুই দেশে বহু বেসামরিক ফ্লাইট বাতিল হয়েছে, শেয়ারবাজারে পতন হয়েছে; বন্ধ করা হয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান।
ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের উভয় অংশের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন, অনেক পরিবারকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে দেখা গেছে।
বুধবারের রাতের হামলায় পাকিস্তানে ৭০ জন নিহতের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এলেও পাকিস্তান সেনাবাহিনী বলেছে, নিহতের সংখ্যা ২৬ জন। আহত হয়েছেন ৫০ জনের মতো।
এদিকে ভারত বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে কাশ্মীরে ১৫ জন বেসামরিক ভারতীয় নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৬ জনের মতো।
নতুন করে যুদ্ধের শঙ্কা এখনই উড়িয়ে দেওয়া না গেলেও দুই দেশের ভাষায় সেই ইঙ্গিত নেই। ভারত বলছে, হামলার মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তারা সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়ে তাদের খতম করে দিয়েছে।
পাকিস্তান বলছে, তারা হামলার সমুচিত জবাব দিয়েছে, অভিযানের সময় ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করে এটি করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্ব ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ চায় না বলে পরিষ্কার বার্তা দিয়েছে। বাংলাদেশও একই বার্তা দিয়েছে। ফলে পরিস্থিতি উন্নতির ইঙ্গিত স্পষ্ট।
ঢাকা/রাসেল
- ১ মাস আগে রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেবে সেনাবাহিনী: পাকিস্তান
- ১ মাস আগে ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
- ১ মাস আগে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ৪ শিশুসহ ১১ ভারতীয় নিহত
- ১ মাস আগে ঠান্ডা মাথায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা মমতার
- ১ মাস আগে পাকিস্তানের যেসব দাবির জবাব এখনো দেয়নি ভারত
- ১ মাস আগে দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশাকে বাড়িয়ে দিতে পারে
- ১ মাস আগে যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান
- ১ মাস আগে ভারতের ভয়াবহ হামলার বর্ণনা দিলেন পাকিস্তান-শাসিত কাশ্মীরের বাসিন্দারা
- ১ মাস আগে পাকিস্তানে শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে: বিক্রম মিশ্র
- ১ মাস আগে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত-শাসিত কাশ্মীর
- ১ মাস আগে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৩৫
- ১ মাস আগে ‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
- ১ মাস আগে ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ১ মাস আগে আলো নিভিয়ে দিল্লিসহ ভারতের শহরে শহরে নিরাপত্তা মহড়া
- ১ মাস আগে পাকিস্তানের যেসব স্থানে হামলা চালিয়েছে ভারত