ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের যেসব দাবির জবাব এখনো দেয়নি ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৭ মে ২০২৫   আপডেট: ০৮:২৯, ৮ মে ২০২৫
পাকিস্তানের যেসব দাবির জবাব এখনো দেয়নি ভারত

ভারতের ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে যাওয়া এই স্থাপনাটি ছিল মসজিদ- এমনই দাবি পাকিস্তানের।

পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের।

তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছেন এবং সবাই বেসামরিক নাগরিক। এর বাইরেও হামলার ঘটনা নিয়ে পাকিস্তান বেশ কয়েকটি দাবি করেছে, যার জবাব এখনো ভারতীয় কর্তৃপক্ষ দেয়নি কিংবা বিষয়গুলো অস্বীকার করেনি। আবার কয়েকটি বিষয়ে ভারত মন্তব্য করলেও তা পাকিস্তানের দাবির বিপরীত।

ভারতীয় হামলার কয়েক ঘণ্টা পরে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই দাবিকে অস্বীকার করেনি ভারত কিংবা এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে কাশ্মীরের পহেলগামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কয়েকটি ধাতব টুকরার ছবি প্রকাশ করা হয়েছে। এই টুকরাগুলোকে যুদ্ধবিমানের অংশ বলা হচ্ছে। তবে এগুলো কোন যুদ্ধবিমানের, তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভারত জানিয়েছে, তাদের বাহিনী নয়টি স্থানের ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর বিপরীতে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় বাহিনী বুধবার পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ছয়টি শহর এবং একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। হামলায় তিন বছরের একটি মেয়ে শিশুসহ বেসামরিক লোক নিহত হয়েছে।

তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তার বাহিনী বেসামরিক লোকদের কোনো ক্ষতি করেনি। এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছেন, এই হামলায় ভারতের ‘কোনো ক্ষতি হয়নি’ এবং ‘নির্ভুল দক্ষতার’ মাধ্যমে এটি করা হয়েছে।

পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলের পোস্টে জানিয়েছে, ভারত-শাসিত এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণরেখা বরাবর একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা বুধবার সকালে সাদা পতাকা উত্তোলন করেছিল, যা আত্মসমর্পণের প্রতীক।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স হ্যান্ডলের পোস্টে এই দাবির প্রতিধ্বনি করে বলেছেন, “প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকে পালিয়ে গেছে।”

ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবিটিরও পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেনি।

ঢাকা/শাহেদ/রাসেল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়