দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশাকে বাড়িয়ে দিতে পারে
ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বুধবার (৭ মে) বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এমনতেই নগদ অর্থের সংকটে রয়েছে। গত বছর আইএমএফের কাছ থেকে ৭০০ কোটি ডলারের ঋণ নিতে চুক্তি করে পাকিস্তান। এর বাইরে গত মার্চে দেশটিকে ‘জলবায়ু সহনশীলতা’ খাতে ১৩০ কোটি ডলার দিতে রাজি হয় আইএমএফ।
৩৫ হাজার কোটি ডলারের অর্থনীতির দেশ পাকিস্তানের জন্য এ ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন রেটিং এজেন্সি মুডিস জানিয়েছে, দীর্ঘমেয়াদী সংঘাত পাকিস্তানের সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের অগ্রগতিকে ব্যাহত করবে এবং আগামী কয়েক বছরে ঋণ পেতেও ঝামেলা পোহাতে হতে পারে।
মুডিস এর দাবি, দীর্ঘমেয়াদী সংঘাতে ভারতের অর্থনীতির ওপর এর প্রভাব তূলনামূলক কম হবে। তবে উচ্চ প্রতিরক্ষা ব্যয় সরকারের আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয় অস্থিরতা। এর মাঝেই বুধবার ভোর রাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ভারতের নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সন্ত্রাসবাদী কাঠামোতে’ হামলা চালিয়েছে তারা।
‘অপারেশন সিঁদুর’ নামে চালানো এই অভিযানে মোট ৯টি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে ভারত সরকার জানায়।
ঢাকা/ইভা
- ৬ মাস আগে রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেবে সেনাবাহিনী: পাকিস্তান
- ৬ মাস আগে ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
- ৬ মাস আগে ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক
- ৬ মাস আগে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ৪ শিশুসহ ১১ ভারতীয় নিহত
- ৬ মাস আগে ঠান্ডা মাথায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা মমতার
- ৬ মাস আগে পাকিস্তানের যেসব দাবির জবাব এখনো দেয়নি ভারত
- ৬ মাস আগে যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান
- ৬ মাস আগে ভারতের ভয়াবহ হামলার বর্ণনা দিলেন পাকিস্তান-শাসিত কাশ্মীরের বাসিন্দারা
- ৬ মাস আগে পাকিস্তানে শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে: বিক্রম মিশ্র
- ৭ মাস আগে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত-শাসিত কাশ্মীর
- ৭ মাস আগে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৩৫
- ৭ মাস আগে ‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
- ৭ মাস আগে ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
- ৭ মাস আগে আলো নিভিয়ে দিল্লিসহ ভারতের শহরে শহরে নিরাপত্তা মহড়া
- ৭ মাস আগে পাকিস্তানের যেসব স্থানে হামলা চালিয়েছে ভারত