ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ইসরায়েলে ডজন ডজন ড্রোন ছোড়া হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২১ জুন ২০২৫   আপডেট: ২১:১৮, ২১ জুন ২০২৫
ইসরায়েলে ডজন ডজন ড্রোন ছোড়া হয়েছে: ইরান

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘বিধ্বংসী’ ড্রোন ছোড়ার সপ্তম ও অষ্টম ধাপ সম্পন্ন হয়েছে। 

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে বলে শনিবার (২১ জুন) আলজাজিরার খবরে বলা হয়েছে।

আরো পড়ুন:

আইআরএনএ জানিয়েছে, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশিরভাগ ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।”

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ শনিবার (২১ জুন) এক বিবৃতিতে বলেছে, “গত রাতে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা প্রায় ৪০টি মানববিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই সংখ্যাটি চলমান অভিযানের শুরু থেকে ৪৭০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার সঙ্গে যুক্ত হয়েছে, যা ৯৯ শতাংশ সফল বাধাদানের হার নির্দেশ করে।”

তথ্য গোয়েন্দা শাখার নির্দেশনায় ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের ইসফাহানে একটি ‘দ্বৈত ব্যারেলযুক্ত মানববিহীন আকাশযান নিক্ষেপকেও’ হামলা চালিয়েছে বলে আইডিএফের বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়