ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবকিছু শান্ত দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২৪ জুন ২০২৫  
সবকিছু শান্ত দেখতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না। তিনি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চান।

মঙ্গলবার নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলছেন।

আরো পড়ুন:

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, “না। যদি থাকে, তাহলে ছিল, কিন্তু না, আমি তা চাই না। আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই।”

ট্রাম্প আরো বলেন, “শাসনব্যবস্থা পরিবর্তিত হলে বিশৃঙ্খলা হয় এবং আদর্শভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।”

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে দেওয়া মন্তব্যগুলো কয়েকদিন আগে করা ট্রাম্পের একটি পোস্টের সাথে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে।

রবিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “'শাসনব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ইরানি শাসনব্যবস্থা যদি ইরানকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে কেন শাসনব্যবস্থার পরিবর্তন হবে না?”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়