ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের সমালোচনা করার একদিন পর ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৯ জুলাই ২০২৫  
পুতিনের সমালোচনা করার একদিন পর ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা

রাশিয়া রেকর্ড ৭২৮টি ড্রোন দিয়ে বুধবার ভোরে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করার কয়েক ঘন্টা পরে এই হামলা চালানো হলো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ড্রোন ও বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়অ। রাশিয়ার এই তীব্র হামলা যুদ্ধের এক বিপজ্জনক মুহূর্তে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলেছে।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনীয় টেলিভিশনে জানিয়েছেন, কিয়েভের সামরিক বাহিনী প্রায় সব ড্রোন ভূপাতিত করেছে। তবে রাশিয়ার ছোড়া ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি অনির্দিষ্ট ক্ষতি করেছে।

কর্মকর্তারা পশ্চিম ইউক্রেনে ড্রোনের হামলায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছেন। দোনেতস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে ড্রোন এবং বোমায় আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছিলেন, তিনি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলকে সমর্থন করার কথা বিবেচনা করছেন, যার মধ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য রপ্তানি কিনবে এমন দেশগুলোর উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়