ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১১ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৩, ১১ জুলাই ২০২৫
কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে কানাডিয়ান পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র যখন একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে তখন এ ঘোষণা দিলেন ট্রাম্প।

শুক্রবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি চিঠির আকারে এই ঘোষণা এসেছে। এতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারের উপর ১৫ বা ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার সরকার দেশের কর্মী এবং ব্যবসাগুলোকে নতুন সময়সীমার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে।

ট্রাম্প চলতি সপ্তাহে অন্যান্য মার্কিন অংশীদারদের কাছে এই জাতীয় ২০টিরও বেশি চিঠি পাঠিয়েছেন। শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার মতোই ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

কিছু কানাডিয়ান পণ্যের উপর ইতিমধ্যেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি এর আওতাভুক্ত পণ্যের উপরও সর্বশেষ শুল্ক হুমকি প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়