ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১২ জুলাই ২০২৫  
ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ

ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাজ্যে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার ‘সন্ত্রাসবিরোধী’ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করে। এর প্রতিবাদে গত সপ্তাহে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে বিক্ষোভ হয়। সেখানে জড়ো হওয়া ২৯ জন ব্যক্তিকে মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ৮৩ বছর বয়সী সাবেক ধর্মযাজক রেভ সু পারফিটও ছিলেন।

প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস শনিবার যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে ‘নিষেধাজ্ঞা অমান্য করার জন্য’ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে বিক্ষোভকারীদের দুটি ছোট দল পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ করে। লন্ডন পুলিশ ‘৪০ জনেরও বেশি’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ডিফেন্ড আওয়ার জুরিসের এক মুখপাত্র বলেছেন, “মেট্রোপলিটন পুলিশ আজ আবারো সক্রিয় ছিল, গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিন পদক্ষেপকে সমর্থন করার জন্য পার্লামেন্ট স্কোয়ারে ৪০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়