ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপোষ করতে ট্রাম্প প্রশাসনকে ২০ কোটি ডলার দেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১২ জুলাই ২০২৫   আপডেট: ২২:২৩, ১২ জুলাই ২০২৫
আপোষ করতে ট্রাম্প প্রশাসনকে ২০ কোটি ডলার দেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

ট্রাম্প প্রশাসনের সাথে একটি অভিযোগ নিষ্পত্তির জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। ইহুদি শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ নিস্পত্তির জন্য এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আগামী শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে চুক্তিটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ট্রাম্প ফেডারেল তহবিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া ৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দিয়েছিলেন। সেই চুক্তিটি পুনরায় সচল করার বিনিময়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগের জন্য ক্ষতিপূরণ দেবে এবং অন্যান্য ক্ষতিপূরণের মধ্যে ভর্তি এবং বিদেশী উপহার সম্পর্কে স্বচ্ছতাও বৃদ্ধি করবে। 

কলিম্বিয়া বিশ্ববিদ্যালয় কথিত নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ হিসাবে ২০ কোটি ডলার বা তার বেশি দিতে পারে। চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা গত রবিবার বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা হোয়াইট হাউস থেকে ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের নেতৃত্বে একটি দল পরিচালনা করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ভার্জিনিয়া ল্যাম আব্রামস এই চুক্তি সম্পর্কে বলেন, “বিশ্ববিদ্যালয় ফেডারেল সরকারের সাথে আলোচনা এগিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করছে। এই মুহূর্তে কোনো সমাধান হয়নি।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়