ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে চিকিৎসাধীন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪৪, ১৩ জুলাই ২০২৫
হাসপাতালে চিকিৎসাধীন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক দুর্বলতা ও অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার মাহাথিরের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, শততম জন্মদিন উপলক্ষে পুত্রাজায়ার পেরদানা লিডারশিপ ফাউন্ডেশনে পাবলিক পিকনিক এবং পটলাক সেশনের আয়োজন করা হয়েছিল। মাহাথিরের অবসাদজনিত কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছিল। কেক কাটার আগেই মাহাথির তার স্ত্রীকে নিয়ে চলে যান।

সাবেক প্রধানমন্ত্রীর সহকারী সুফি ইউসুফ অ্যাস্ট্রো আওয়ানিকে জানান, মাহাথির অনুষ্ঠান ছেড়ে চলে যান এবং তারপর সকাল ১০টার দিকে বিশ্রামের জন্য তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা মাহাথিরের হার্টে বাইপাস সার্জারি করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। সর্বশেষ গত অক্টোবরেও তিনি শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়