ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৫৭, ১৪ জুলাই ২০২৫
ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

১৫ জুন তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ইসরায়েলি বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সরকারের তিন শাখার প্রধানকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

তিনি জানান, ১৫ জুন দুপুরের কিছুক্ষণ আগে সরকারের নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগীয় শাখার প্রধানদের পাশাপাশি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠকে এই হামলা চালানো হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় হত্যার চেষ্টা সম্পর্কে নতুন বিবরণও প্রকাশ করেছে।

ফার্স জানিয়েছে, যখন আক্রমণ শুরু হয়েছিল তখন পশ্চিম তেহরানের একটি সরকারি স্থাপনা বৈঠক চলছিল। ভবনের প্রবেশপথ এবং প্রস্থানপথে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল, যাতে পালানোর পথ বন্ধ করা যায় এবং বায়ু প্রবাহ বন্ধ করা যায়। বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ইরানি কর্মকর্তারা পূর্বনির্ধারিত জরুরি ব্যবস্থার মধ্য দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন, যাদের মধ্যে প্রেসিডেন্টও ছিলেন। তিন যাওয়ার সময় পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, কর্তৃপক্ষ ‘শত্রু’-র কাছে থাকা গোয়েন্দা তথ্যের নির্ভুলতার কারণে ইসরায়েলি গুপ্তচরদের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে তদন্ত শুরু করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়