ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবাহবিচ্ছেদের আনন্দে ৪০ লিটার দুধ দিয়ে গোসল

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৩:০৮, ১৫ জুলাই ২০২৫
বিবাহবিচ্ছেদের আনন্দে ৪০ লিটার দুধ দিয়ে গোসল

৪০ লিটার দুধ দিয়ে গোসল করছেন এক যুবক। সম্প্রতি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ কেন কেউ এত পরিমাণ দুধ দিয়ে গোসল করছেন?

জানা গেছে, ওই যুবকের নাম মানিক আলী। তিনি ভারতের আসামের নলবাড়ি এলাকার বাসিন্দা। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ‘স্বাধীনতা’ উৎযাপনের জন্য ওই যুবক এমন কাজ করেছেন।

আরো পড়ুন:

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক। তার পাশে রাখা হয়েছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে। সবমিলিয়ে থাকা ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন ওই যুবক। আর সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, “আজ থেকে আমি স্বাধীন।” ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে অন্তত দু’বার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এদিকে দুধ দিয়ে গোসল করতে করতে ওই যুবককে বলতে শোনা যায়, “সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি পরিবারের দিকে তাকিয়ে কোনো ঝামেলা বা অশান্তিতে যায়নি।” তিনি আরো জানান, গতকাল উকিল তাকে জানান আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরেই দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উৎযাপন করার সিদ্ধান্ত নেন ওই যুবক।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়