যৌন সম্পর্কের পর ব্ল্যাকমেইল করে ভিক্ষুদের কাছ থেকে কোটি ডলার আদায় থাই নারীর
থাইল্যান্ডে এক নারী বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এরপর ওই সম্পর্কের ভিডিও বা ছবি দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি ডলার। এ ঘটনায় ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ‘মিসেস গলফ’ নামে পরিচিত ওই নারী কমপক্ষে নয়জন ভিক্ষুর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। তাদের বিশ্বাস, গত তিন বছরে তিনি প্রায় এক কোটি ১৯ লাখ মার্কিন ডলার এই ভিক্ষুদের কাছ থেকে আদায় করেছেন।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা ভিক্ষুদের ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত ৮০ হাজারেরও বেশি ছবি এবং ভিডিও খুঁজে পেয়েছেন।
থাইল্যান্ডের অত্যন্ত সম্মানিত বৌদ্ধ প্রতিষ্ঠানে যৌন কেলেঙ্কারি সর্বশেষ ঘটনা এটি। সাম্প্রতিক বছরগুলোতে যৌন অপরাধ এবং মাদক পাচারের সঙ্গে ভিক্ষুদের জড়িত থাকার বহু অভিযোগ এসেছে।
পুলিশ জানিয়েছে, জুনের মাঝামাঝি সময়ে প্রথম বিষয়ে তাদের নজরে আসে। ওই সময় তারা জানতে পারেন যে, ব্যাংককের এক ভিক্ষু হঠাৎ করে এক নারীর ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পর মঠ ছেড়ে চলে গেছেন। ২০২৪ সালের মে মাসে ওই ভিক্ষুর সাথে মিসেস গলফের সম্পর্ক হয়। পরে ওই নারী জানান, তার গর্ভে ভিক্ষুর সন্তান এবং ভরণপোষণের জন্য তিনি ৭০ লাখ থাই বাথ দাবি করেন।
চলতি মাসের শুরুতে তদন্তকারীরা মিস গলফের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ফোন জব্দ করে এবং ৮০ হাজারেরও বেশি ছবি ও ভিডিও খুঁজে পায়। এগুলো তিনি ভিক্ষুদের ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করেছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ পাচার এবং চুরি করা জিনিসপত্র গ্রহণসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঢাকা/শাহেদ