ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:০৪, ১৬ জুলাই ২০২৫
সিরিয়ায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানী দামেস্কসহ দক্ষিণ সিরিয়ায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার এই হামলায় সিরিয়ার তিন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

যুক্তরাজ্যভিত্তিক প্রচারণা গোষ্ঠীটি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন জড়ো হয়েছিলেন তখন, বিশেষভাবে সামরিক কনভয়গুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সুইদা শহরের কাছে ওয়ালঘা এবং আল-মাজিমার গ্রামের আশেপাশের গ্রামাঞ্চলে হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে সশস্ত্র দ্রুজ এবং বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এসব এলাকায়।

এর আগে এসওএইচআর জানিয়েছিল, সুইদায় ইসরায়েলি হামলায় সাতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা দামেস্কে সিরিয়ার সেনা সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে লিখেছেন, “(সামরিক বাহিনী) দক্ষিণ সিরিয়ায় দ্রুজ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ এবং উন্নয়ন পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে, (সামরিক) এলাকায় হামলা চালাচ্ছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়