ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যামেরার সামনেই দৌঁড়ে পালিয়ে গেলেন উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৬ জুলাই ২০২৫  
ক্যামেরার সামনেই দৌঁড়ে পালিয়ে গেলেন উপস্থাপিকা

সিরিয়ায় রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনে ইসরায়েলি বিমান হামলার সময় ক্যামেরার সামনে থেকে দৌঁড়ে পালিয়ে গেছেন একজন টিভি উপস্থাপিকা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করেছেন।

তিন দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে এই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।  

দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসেবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরায়েলে বাস করে। ইসরায়েল এই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের লোক বলে মনে করে।

ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়কে সম্বোধন করে কাটজ জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার সম্প্রদায়কে রক্ষা করবে।

তিনি বলেছেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি - এবং আমরা তা বজায় রাখব।”

এই মন্তব্যের সঙ্গে তিনি একটি লাইভ টিভি সংবাদ সম্প্রচারের ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সময় লাইভ সম্প্রচারে থাকা সংবাদ উপস্থাপিকা ক্যামেরার সামনেই দৌঁড়ে পলিয়ে যান।
.

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়