ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ জুলাই ২০২৫  
গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলা

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এক যাজকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জেরুজালেমের ল্যাটিন চার্চ বলেছে, “আজ সকালে হলি ফ্যামিলি গির্জা প্রাঙ্গণে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন।”  

এপ্রিলে মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য প্রতিদিন সন্ধ্যায় আর্জেন্টিনার গ্যাব্রিয়েল রোমানেলিকে ফোন করতেন। সংঘাতের সময় সংহতি প্রকাশের জন্য হামাসের ইসরায়েলে হামলার দুই দিন পর ২০২৩ সালের ৯ অক্টোবর ২০২৩ তিনি নিয়মিত কাজ হিসেবে এই ফোনালাপ করতেন।

হাসপাতাল থেকে রয়টার্সের ফুটেজে রোমানেলিকে হালকা আহত দেখা গেছে, তার বাম পা ব্যান্ডেজ করা হলেও তিনি হাঁটতে সক্ষম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গির্জাটি ইসরায়েলি ট্যাঙ্কের গোলাগুলিতে আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে।

ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রীর নামে পাঠানো এক টেলিগ্রামে পোপ লিও চতুর্দশ বলেছেন, “সামরিক হামলায় প্রাণহানি ও আহতের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত” এবং তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্নবীকরণ করছেন।

এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, “গাজায় ইসরায়েল পবিত্র গির্জার উপরও আঘাত হেনেছে। ইসরায়েল কয়েক মাস ধরে বেসামরিক জনগণের উপর যে আক্রমণ চালিয়ে আসছে তা অগ্রহণযোগ্য। কোনো সামরিক পদক্ষেপই এই ধরনের আচরণকে সমর্থন করতে পারে না।”

আল-আহলি আরব হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ফাদেল নাইম জানিয়েছেন, গির্জাটি খ্রিস্টান এবং মুসলিমদের আশ্রয় দিচ্ছিল, যার মধ্যে বেশ কয়েকটি প্রতিবন্ধী শিশুও রয়েছে। কমপক্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং আহতদের মধ্যে একজন প্রতিবন্ধী শিশু, দুইজন মহিলা এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়