ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের এক সেনার বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৭ জুলাই ২০২৫  
ইসরায়েলের এক সেনার বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইসরায়েলের এক সেনাকে অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ওই সেনা গত মাসে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরানি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও পাঠিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সাথে তার দায়িত্ব পালনকালে সংগৃহীত তথ্য তিনি পাঠাননি এবং ইরানকে দেওয়া কোনো তথ্যই গোপন রাখা হয়নি।

তবে, বিবৃতিতে বলা হয়েছে, “এটি একটি বিশেষভাবে গুরুতর ঘটনা হিসেবে বিবেচিত যা একজন (ইসরায়েলি সেনাবাহিনীর) সৈন্য এবং শত্রুভাবাপন্ন বিদেশী উপাদানের মধ্যে সরাসরি যোগাযোগের সাথে জড়িত।”

একটি সামরিক আদালত ওই সেনাকে আগামী সপ্তাহ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করে একটি অস্বাভাবিক, দেশব্যাপী মিডিয়া প্রচারণা শুরু করার ঠিক একদিন পরই এই অভিযোগের খবর আসে। বিজ্ঞাপনে বলা হয়েছে যে, তথ্যের বিনিময়ে ইরানি অর্থ গ্রহণকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অন্যদিকে, ইরান গত মাসে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যারা ইসরায়েলের সাথে সহযোগিতা করার এবং দেশে গোপন অভিযানে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়