ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিহারে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৮ জুলাই ২০২৫  
বিহারে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবারের (১৭ জুলাই) মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তীব্র ঝড়-বৃষ্টির সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। 

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মৃতদের অনেকেই ছিলেন কৃষক ও দিনমজুর যারা খোলা আকাশের নিচে কাজ করছিলেন। 

বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্যোগপ্রবণ জেলাগুলোর প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং বজ্রপাতের সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে প্রচার চালায়।সরকার মৃতদের পরিবার প্রতি ৪০ লাখ রুপি (প্রায় ৪ হাজার ৬০০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

বিহারসহ ভারতের পূর্বাঞ্চল প্রতি বছর বর্ষাকালে বন্যা ও বজ্রপাতের কারণে প্রচণ্ড ক্ষতির মুখে পড়ে। এতে শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েন, আর অনেকেই প্রাণ হারান। 

জুনের শুরুর দিকে উত্তর-পূর্ব ভারতে টানা বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন। বিহার সরকার জানিয়েছে, ২০২৪ সালে বজ্রপাতে ২৪৩ জন এবং ২০২৩ সালে ২৭৫ জন নিহত হয়েছিলেন। 
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়