ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জুলাই ২০২৫  
পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ

মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী নামখানা ব্লক এলাকার মুড়িগঙ্গা নদীতে জাহাজটি ডুবে গেছে। বৃহস্পতিবার বিকেলে জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে এবং শুক্রবার সকালে জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় এটি।

পশ্চিমবঙ্গের পোর্ট ট্রাস্ট অথরিটি জানিয়েছে ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ পানি ঢুকলে বার্জটি দুলতে থাকে। শুক্রবার সকালে বার্জটি প্রায় পুরোটা ডুবে যায়। জাহাজটিতে আটজন নাবিক ছিলেন। জাহাজটিতে পানি ঢুকতে থাকার সময় তাদের স্থানীয় মৎস্যজীবী ও উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করে। 

প্রাথমিক চিকিৎসার পর বাংলাদেশি নাবিকরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। ইতিমধ্যেই জাহাজটির বাংলাদেশি মালিকপক্ষকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। 

পোর্ট ট্রাস্ট সূত্র জানিয়েছে, দ্রুত এই নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে মাত্র সাত দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ডুবে যায় দুটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ।।

শাহেদ/সুচরিতা

সর্বশেষ

পাঠকপ্রিয়