ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারত সরকারের মদদ রয়েছে: মমতা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ২০:৫১, ১৮ জুলাই ২০২৫
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারত সরকারের মদদ রয়েছে: মমতা

ভারত সরকারের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কলকাতায় উপস্থিতির কথা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে এক অনুষ্ঠানে তিনি বিষয়টি স্বীকার করে নিয়েছেন। 

ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙ্গালিদের হেনস্থা করা হচ্ছে। এমন ঘটনার  প্রতিবাদ জানিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করার সময় এ বিষয়ে কথা বলেন তিনি।

ভারতে আশ্রিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে মমতা বলেন, “ভারত সরকারতো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি?”

আশ্রয় দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কারণও রয়েছে। কিন্তু আমরা তো কিছু বলিনি।”

কেন্দ্রীয় সরকারের উদ্দেশে মমতা বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি! এটা কখনো হয়! আপনারা কেন বলবেন। ১৯৭১ সালের ইন্দিরা -মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সবাই অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়