ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১০:৫৯, ২০ জুলাই ২০২৫
সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘বিশ্বাস করেন না’।

শনিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর তুরস্কের বার্তা আনাদোলুর। 

আরো পড়ুন:

কাটজের অভিযোগ- শারা সংখ্যালঘুদের, বিশেষ করে দ্রুজ সম্প্রদায়কে দমাতে ‘জিহাদিবাদী গোষ্ঠী’ ব্যবহার করছেন এবং ভবিষ্যতে এসব গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধেও কাজে লাগাতে পারেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা কেবল ঈশ্বর এবং আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)-কে ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য বিশ্বাস করি।”

সিরিয়ায় গত ডিসেম্বরে বিলুপ্ত ৬১ বছরের বাথ শাসনের প্রধান শাসকদের কথা উল্লেখ করে কাটজ আরো বলেন, “আমি হাফেজ আল-আসাদকে বিশ্বাস করতাম না; তার ছেলে বাশার আল-আসাদকেও না; এখন প্রেসিডেন্ট শারাকেও বিশ্বাস করি না।”  

কাটজের দাবি, শারা সিরিয়ার সংখ্যালঘু সম্প্রদায়- বিশেষত দ্রুজদের লক্ষ্য করে জিহাদি গোষ্ঠীগুলোকে ব্যবহার করছেন এবং পরবর্তীতে গোলান মালভূমির ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে একই কৌশল নিতে পারেন।

১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

শনিবার (১৯ জুলাই), সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়েইদাতে কয়েকদিন ধরে চলা অস্থিরতার পর দেশটির প্রেসিডেন্ট শারা সুওয়েইদায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর আগে ১৩ জুলাই থেকে সুওয়েইদায় বেদুইন আরব গোষ্ঠী ও সশস্ত্র দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ দানা বাঁধে এবং দ্রুত তীব্র আকার নেয়। উত্তেজনার মধ্যেই ইসরায়েল দামেস্কসহ সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। তেল আবিব জানায়, দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় এ পদক্ষেপ।

তবে সিরিয়ার অধিকাংশ দ্রুজ নেতা প্রকাশ্যে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধ, সার্বভৌম সিরিয়ার পক্ষে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আসাদের শাসনের পতনের পর, ইসরায়েল সিরিয়ায় তার বিমান অভিযান তীব্র করে এবং ১৯৭৪ সালের চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে বাফার জোনকে বিলুপ্ত ঘোষণা করে।

প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার নেতা বাশার আল আসাদ ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান, যার ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

জানুয়ারিতে সিরিয়ায় শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়