ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৫৬, ১৩ অক্টোবর ২০২৫
‘মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে’: ট্রাম্পকে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ট্রাম্পের উপস্থিতিতে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “আপনার (ট্রাম্পের) নাম শুধু ইসরায়েলের নয়, বরং মানবজাতির ইতিহাসে খোদাই করা থাকবে।”

আরো পড়ুন:

নেতানিয়াহু বলেন, “এই আবেগঘন দিনে, যা আমাদের জনগণের ইতিহাসে খোদাই করা থাকবে, আপনার নামও আমাদের জাতির ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।”

নেতানিয়াহু এখানেই থেমে থাকেননি। তিনি ট্রাম্পের অবদানকে আরো উচ্চাসনে স্থান দিয়ে যোগ করেন, “ইতিমধ্যেই আপনার নাম মানবজাতির ইতিহাসে খোদাই করা হয়ে গেছে।” 

নেসেটে পাশে বসে থাকা ট্রাম্পকে উদ্দেশ্যে করে নেতানিয়াহু আরো বলেন, “আমরা জানি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল, আমাদের বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি নির্ণায়ক ভূমিকা।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “এই মুহূর্তটির জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি। আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই।”

নেতানিয়াহু তার ভাষণে ট্রাম্পকে ইসরায়েলের ‘সর্বকালের সেরা বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিনি নেসেটকে বলেন, “ডোনাল্ড ট্রাম্প হলেন হোয়াইট হাউজে ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে সেরা বন্ধু।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন,  “কোনো আমেরিকান প্রেসিডেন্ট ইসরায়েল রাষ্ট্রের জন্য এর চেয়ে বেশি কিছু করেননি, এমনকি কাছাকাছিও নয়, যেটি ট্রাম্প করেছেন।”

ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, এটি এমন একটি প্রস্তাব যা ‘আমাদের অঞ্চলে শান্তির ঐতিহাসিক সম্প্রসারণের দ্বার উন্মুক্ত করে’।

তিনি বলেন, “আমি এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনি (ট্রাম্প) এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং একসাথে আমরা এই শান্তি অর্জন করব।” 

নেসেট ভাষণে নেতানিয়াহু আরো বেশ কয়েকটি কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য, মার্কিন দূতাবাসকে রাজধানীতে স্থানান্তর করার জন্য, গোলান হাইটসের উপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য, জাতিসংঘে ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য, এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি অধিকারকে স্বীকৃতি দেয়াসহ আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করার জন্যও তিনি ধন্যবাদ জানান।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়