ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হংকংয়ে আবাসিক ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫৩, ২৭ নভেম্বর ২০২৫
হংকংয়ে আবাসিক ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ 

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় আবাসিক ভবনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ রিপোর্টে বলা হয়, আগুন ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। ৮০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। 

আরো পড়ুন:

বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত। এটি আটটি ব্লক নিয়ে গঠিত দুই হাজার ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল  বিভাগ। 

আগুন নেভাতে গিয়ে ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপক কর্মী মারা গেছেন।  সরকার তাকে ‘নিষ্ঠাবান ও সাহসী’ হিসেবে বর্ণনা করেছে। 

বিল্ডিংগুলোর ভেতর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া আত্মীয়দের খোঁজে সহায়তা চেয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন বাসিন্দারা। 

বিবিসিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা কালো হয়ে যাওয়া টাওয়ারগুলোতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দমকল সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুনের তীব্রতা কমাতে কাজ করে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি স্কুল আজ ক্লাস স্থগিত করেছে। 

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ‘হত্যার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক।

পুলিশের মুখপাত্র বলেন, “আমাদের বিশ্বাস, কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা গুরুতর অবহেলার পরিচয় দিয়েছেন। তাদের অবহেলাই এই দুর্ঘটনার কারণ এবং আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।”

ঢাকা/ইভা   

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়