ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৪৫, ৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় মার্কিন এই সামরিক আগ্রাসনে ‘গভীরভাবে আতঙ্কিত’। জাতিসংঘ মহাসচিব মনে করেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর এভাবে সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নজির তৈরি করল।

আরো পড়ুন:

মহাসচিবের মতে, এই হামলার মাধ্যমে জাতিসংঘ সনদকে উপেক্ষা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, যেকোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জরুরি। একতরফা বলপ্রয়োগ বা সামরিক অভিযানের পরিবর্তে সংঘাত নিরসনে আলোচনার পথ বেছে নেওয়া উচিত ছিল।

মার্কিন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে বলে তিনি মনে করেন।

গুতেরেস সতর্ক করে দিয়েছেন যে, ভেনেজুয়েলায় এই ধরনের বড় মাপের সামরিক পদক্ষেপের ফলে ল্যাটিন আমেরিকা অঞ্চলে চরম অস্থিরতা তৈরি হতে পারে। এই সংঘাতের মানবিক পরিণতি এবং প্রতিবেশী দেশগুলোর ওপর এর প্রভাব নিয়ে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন।

এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা এবং বর্তমান সংকট সমাধানে বিশ্বনেতাদের মতামত গ্রহণ করা হবে।

জাতিসংঘ মহাসচিবের এই কড়া প্রতিক্রিয়া বিশ্বজুড়ে মার্কিন অভিযানের বৈধতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাকে আরো জোরালো করেছে। চীন, রাশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোও এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়