মার্কিন প্রতিরক্ষা ব্যয় ৫০ শতাংশ বাড়াতে চান ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালে মার্কিন প্রতিরক্ষা ব্যয় ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে চলতি বছরের সামরিক বাজে ৯০১ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে কংগ্রেসে এই বাজেট অনুমোদিত হয়েছিল। ট্রাম্প এই বাজেট বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কথা বলেছেন। এটি বিদ্যমান বাজেটের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এটি আমাদের স্বপ্নের সামরিক বাহিনী তৈরি করতে সাহায্য করবে যার খেতার আমরা দীর্ঘদিন ধরে রেখেছি এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আমাদেরকে শত্রুকে নির্বিশেষ করে নিরাপদ এবং সুরক্ষিত রাখবে।”
পৃথক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রধান মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের শীর্ষকর্তা এবং শেয়ারহোল্ডারদের অর্থ প্রদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন যদি না সংস্থাগো অস্ত্র সরবরাহ দ্রুত করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে।
তার অভিযোগ, সামরিক সরঞ্জাম যথেষ্ট দ্রুত তৈরি হচ্ছে না এবং কোম্পানিগুলোকে নতুন এবং আধুনিক প্ল্যান্ট তৈরি করতে হবে।
ঢাকা/শাহেদ