ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৯, ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

ভারতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে অজিত পাওয়ারকে বহনকারী চার্টার্ড বিমানটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট এবং অজিত পাওয়ারের দুই নিরাপত্তা কর্মীও (১ জন পিএসও এবং ১ জন অ্যাটেনডেন্ট) নিহত হয়েছেন।  

আরো পড়ুন:

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, “মুম্বাই থেকে বারামতিগামী চার্টার্ড বিমানটি ক্র্যাশ-ল্যান্ডিং করার ফলে বিমানে থাকা পাঁচজনই মারা গেছেন।” জেলা পরিষদ নির্বাচনের আগে চারটি জনসভায় ভাষণ দিতে অজিত পাওয়ার বারামতি যাচ্ছিলেন। মুম্বাই থেকে ভাড়া করা ‘বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫’ বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে বারামতি এলাকার ওই স্থান থেকে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। পুরো বিমানটি পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ভারতের অন্যতম কৌশলী ও শক্তিশালী জননেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে ‘দাদা’ হিসেবে পরিচিত ছিলেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা হিসেবে রাজনীতিতে তার উত্থান হলেও তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেন। গত কয়েক বছরে অজিত পাওয়ারের রাজনৈতিক অবস্থান ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। ২০২৩ সালে তিনি শরদ পাওয়ারের নেতৃত্বাধীন মূল দল থেকে বেরিয়ে এসে একটি বড় অংশ নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) সরকারে যোগ দেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়