ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

প্রতারণার অভিযোগে প্রাক্তন ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতারণার অভিযোগে প্রাক্তন ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে প্রাক্তন ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

‘নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ’ নামে মাল্টিপারপাস কোম্পানির মাধ্যমে তিনি প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ করা হয়। ২০১৪ সালে বনানী থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার সকালে সিআইডির এএসপি শারমিন জাহান রাইজিংবিডিকে বলেন, ‘রোববার রাত সাড়ে ৯টার দিকে এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাভ বেশি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে টাকা দিতে পারেননি। গত আট বছর আগে প্রতিষ্ঠানটিই বন্ধ হয়ে যায়। এতে করে প্রতিষ্ঠানটিতে অর্থ লগ্নিকারীদের বেশ কয়েকজন তার বিরুদ্ধে মামলা করেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়