ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবরার হত্যা মামলায় পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৭ অক্টোবর ২০২০  
আবরার হত্যা মামলায় পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (০৭ অক্টোবর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন।

আরো পড়ুন:

দেলোয়ার হোসেন ঘটনার সময় চকবাজার থানায় এসআই পদে কর্মরত থেকে এ হত্যা মামলায় ৬ ধরনের আলামত জব্দ করেছিলেন। যার মধ্যে আবরারকে হত্যায় ব্যবহৃত ৫টি ক্রিকেট স্টাম্প, একটি স্টিলের চাপাতি, আবরারের ব্যবহৃত ল্যাপটপ, রক্তমাখা একটি তোষক, একটি বালিশ ও একটি চাদর রয়েছে। যা তিনি গত বছরের ৭ অক্টোবর ৩ জন সাক্ষীর সামনে এসব জব্দ করেন। জব্দ করা মালামালের বিষয়ে তিনি সাক্ষ্য দেন এবং ট্রাইব্যুনালে জব্দ আলামত উপস্থাপন হলে শনাক্ত করেন। 

প্রথমে বিচারক এ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরে ২৫ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন। বুধবারের এ কার্যক্রম সোয়া বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলার পর শেষ হলে বিচারক বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মূলতবি করেন।

এনিয়ে মামলাটিতে নিহত আবরারের বাবা বরকত উল্লাহসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।  

মামলায় ২২ আসামি কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ৩ জন আসামি পলাতক রয়েছেন।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়