ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:২৪, ২৬ নভেম্বর ২০২৩
যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (২৬ নভেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছাই। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৮টা ১৪ মিনিটে অগ্নিনির্বাপণ করে। এতে কেউ হতাহত হয়নি।

মাকসুদ/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়