ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢামেকের সামনে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মুখোমুখি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১৫ জুলাই ২০২৪
ঢামেকের সামনে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মুখোমুখি 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। 

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষই প্রচুর ইট-পাটকেল নিক্ষেপ করছে। 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে কক্ষে কক্ষে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চড় থাপ্পড় ও মারধরের অভিযোগও করা হয়েছে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার পর ছত্রভঙ্গ হয়ে যান। তারা পলাশী, নীলক্ষেত, জগন্নাথ হল ও শহিদ মিনারসহ ঢাকা মেডিক্যাল কলেজের ইমারজেন্সি গেটে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন।

মাকসুদ/এনএইচ 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়