ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ছয় সমন্বয়ককে ছাড়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: হারুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৬:২২, ৩০ জুলাই ২০২৪
ছয় সমন্বয়ককে ছাড়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: হারুন

ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ (ফাইল ফটো)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মূলত, নিরাপত্তার কথা চিন্তা করেই ওপরের নির্দেশে ওই সমন্বয়কদের আনা হয়েছে। কী কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দশ্যমূলকভাবে এখানে রাখা হয়নি।

ডিবির হেফাজতে থাকা ওই ছয় সমন্বয়ক হলেন—মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়