ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দনিয়া কলেজের সামনে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২২:৫৫, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:২৮, ২৮ জানুয়ারি ২০২৫
দনিয়া কলেজের সামনে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ীর শনিরআখড়ায় মিনহাজুল ইসলাম (২২) নামে এক এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দনিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত মিনহাজুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের পরিচিত তানজিল হোসেন গণমাধ্যমকে জানান, মিনহাজুল দনিয়া কলেজের সাবেক ছাত্র। বর্তমানে একটি কোম্পানিতে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরি করতেন।

মিনহাজুল হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “আজ সন্ধ্যার দিকে দনিয়া কলেজের সামনে পুর্ব শত্রুতার জেরে সাত থেকে আটজন তাকে ঘিরে ফেলে ছুরিকাঘাত করে। এতে মিনহাজুল বুকে পিঠে হাতে ও পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়