ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলমের শ্যালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৫  
এস আলমের শ্যালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক ও কমার্স ব্যাংকের পরিচালক মোহাম্মদ আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিনি বহুল আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার এস আলমের শ্যালক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক ফয়েজ আহমেদ নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আরশেদ এস আলমের লুট করা কয়েক হাজার কোটি টাকা হেফাজতে নিয়ে নিজের ও স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও বিদেশে পাচার করেছেন। তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোহাম্মদ আরশেদ বিদেশে পালাতে পারেন। এ মুহূর্তে সে পালিয়ে গেলে অভিযোগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ধ্বংসসহ অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়