ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ কোটি টাকার অবৈধ সম্পদ 

সস্ত্রীক সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:৫৫, ২৩ এপ্রিল ২০২৫
সস্ত্রীক সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. মাহবুব আলী এবং তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলায় বলা হয়েছে, প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৫ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৭১৮ টাকার সম্পদ অর্জন করেন।

অন্যদিকে, স্ত্রী শামীমা জাফরিন স্বামীর সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এই মামলায় মাহবুব আলীকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়