ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫৮, ১৮ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট দাখিল

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি এবং অন্যান্য ধারায় দায়ের করা মামলা নয়টি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

যে তিন হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, সেগুলো শেরপুর জেলার। চার্জশিট দেওয়া অন্য মামলাগুলোর মধ্যে
* ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি মামলা।
* বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি মামলা।
* চাঁপাইনবাবগঞ্জ জেলার অধীনে তিনটি মামলা।
* সিরাজগঞ্জ জেলার অধীনে দুটি মামলা।
* পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন দুটি মামলা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, এসব মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন। এছাড়াও অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট আছে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়